Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১২নং চরগোয়ালিনী uisc সিঙ্গাপুর ও হংকং নিবন্ধন শুরু ২-৬ এপ্রিল।
বিস্তারিত

১২নং চরগোয়ালিনী uisc সিঙ্গাপুর ও হংকং নিবন্ধন শুরু ২-৬ এপ্রিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান,  বিভিন্ন পেশায় (গৃহ পরিচিকা,সেবিকা) কাজ করতে আগ্রহী নারী শ্রমিকরা এই ডাটাবেসে নাম নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে শ্রমিকের পছন্দসই পেশা ও নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী তাদের বিদেশে পাঠানো হবে।

বিএমইটি মহাপরিচালক বলেন, আগামী ২-৬ এপ্রিল ঢাকা ও বরিশাল; ৮-১২এপ্রিল রাজশাহী, রংপুর ও সিলেট এবং ১৫-১৯ এপ্রিল চট্টগ্রাম ও খুলনা বিভাগে নিবন্ধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগ্রহীদের মধ্যে যাদের বয়স ২৫-৩৫ এবং যারা অষ্টম শ্রেণী পাস করেছেন শুধুমাত্র তারাই  সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

বেগম শামসুন্নাহার আরো জানান, হংকং যেতে ইচ্ছুক নারী শ্রমিকদের এপ্রিলের শেষ সপ্তাহ থেকে সেদেশে পাঠানো শুরু হবে।

এ বছরের জানুয়ারিতে বাংলাদেশ থেকে ৮০ হাজার নারীকর্মী নেয়ার চাহিদাপত্র পাঠায় হংকং।

ডাউনলোড